Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে ভোট কেনার কৌশল নিচ্ছে। তবে মানুষ সাড়া দিচ্ছে না। কারণ, আগেও এমন মিথ্যা প্রতিশ্রুতি তারা শুনেছে, যেগুলোর কোনো বাস্তবায়ন হয়নি। শনিবার সকালে রাজধানীর শাহজাদপুর বাঁশতলা, নূরেরচালা বাজার, নবধারা সড়ক ও একতা সড়ক এলাকায় নির্বাচনী প্রচারে নেমে তিনি এসব কথা বলেন।

নাহিদ অভিযোগ করেন, ঢাকা-১১ আসনে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। আচরণবিধি মানা হচ্ছে না। পোস্টার টানানো, ব্যানার ছেঁড়াসহ নানা বাধার মুখে তারা পড়ছেন, অথচ প্রতিপক্ষ লাগামহীনভাবে নিয়ম ভাঙছে। তিনি বলেন, ১৬ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ এসেছে। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে পরিবেশ তৈরির জন্য তারা কাজ করছেন।

ঢাকা-১১ আসনের সমস্যা তুলে ধরে নাহিদ জানান, এলাকাজুড়ে গ্যাস ও পানির ঘাটতি প্রকট। এসব নিয়ে তারা কাজ করছেন। মাদক সমস্যা নিয়েও তিনি উদ্বেগ জানান এবং বলেন, প্রশাসন ও রাজনৈতিক মহলের কিছু অংশ এর সঙ্গে জড়িত।

প্রচারে তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামী, এনসিপি ও ১০ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। তারা হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ও ভোট চান।