গণভোটে ‘হ্যা’ দিলে জামায়াত ভোট পাবে, ‘না’ ভোট দিলে পাবে বিএনপি বলে রাজশাহী-২ (সদর) আসনে প্রচারণা চালাচ্ছেন কয়েকজন নারী।
শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। এমনই একটি ভিডিও পোস্ট করা হয় ওয়াজী ইয়াফা নামের একটি আইডি থেকে।
ভিডিওটিতে দেখা যায়, রাজশাহী-২ (সদর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা চালাচ্ছেন তারা।
যেখানে এক নারী বলছেন, আপনারা মিনু ভাইয়ের জন্য দোয়া করবেন। ১২ তারিখ সারাদিন মিনু ভাইকে ধানের শীষে ভোট দিবেন। এবং ‘হ্যা’, ‘না’ ভোটের একটা কাগজ দিবে। আপনারা ‘না’ ভোট দিলে আমাদের বিএনপি পাবে। ধানের শীষ পাবে। আর যদি ‘হ্যা’ ভোট দেন তাহলে জামায়াত রাজাকার এই ভোটটা পাবে। রাজাকারকে অবশ্যই ভোট দিবেন না।
পোস্ট করা ওই ভিডিওর ক্যাপশনে ওয়াজী ইয়াফা লিখেন, এজন্যই বেগম জিয়া বস্তির পোলাপানদের দলে নিতে নিষেধ করতেন।
তিনি আরও লিখেন, যেখানে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে সেখানে বিএনপিকে বিতর্কিত করতে গণভোটে ‘না’ প্রচার করতেছে রাজশাহী মহানগর বিএনপি।
সবশেষ তিনি লিখেন, গণভোটে ‘হ্যাঁ’ বলুন।