Image description
 

বগুড়ায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার গঠনের সুযোগ পেলে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে এবং সেখানে একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।” তিনি জানান, গাইবান্ধা ও বগুড়াবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি দাবি করেন, গত সাড়ে ১৫ বছরে প্রায় সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা দেশে এনে তাদের প্রতিশ্রুতিমতো উন্নয়ন খাতে ব্যয় করা হবে। তিনি বলেন, “এমন সিস্টেম ডেভেলপ করা হবে যাতে চোরেরা আর চুরি করতে পারবে না এবং রাষ্ট্রের টাকা রাষ্ট্রীয় খাতেই ব্যয় করা হবে।”

 

শফিকুর রহমান আরও বলেন, “দেশের জনগণ সাক্ষী, জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করে না। আমাদের হাত পবিত্র। এই পবিত্র হাত দিয়েই আমাদের প্রতিশ্রুত সকল ওয়াদা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।” তিনি বিশেষভাবে নারী নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, মা ও বোনদের জীবন তাদের জীবনের চাইতেও বেশি পবিত্র, তাই তাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে।