আন্তর্জাতিক বাজারে শুক্রবার রুপার দাম প্রতি আউন্স ১০০ ডলারের ওপরে উঠে গেছে। নতুন বছরে প্রবেশের পরও রুপার ঊর্ধ্বমুখী যাত্রা থামেনি। খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ এবং গতি-নির্ভর কেনাকাটার পাশাপাশি বাস্তব বাজারে দীর্ঘদিনের সরবরাহ সংকট দাম বাড়াতে বড় ভূমিকা রেখেছে। খবর রয়টার্সের।
শুক্রবার স্পট বাজারে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ১০১ ডলারে দাঁড়ায়। গহনা, ইলেকট্রনিক পণ্য ও সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত এই মূল্যবান শিল্পধাতুটি বিনিয়োগ মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।
বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রুপার দাম বেড়েছিল প্রায় ১৪৭ শতাংশ। এরপর ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দাম আরও প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে স্বর্ণের দামের সঙ্গে তাল মিলিয়ে রুপার এই দ্রুত উত্থান নিয়ে সতর্ক করছেন কারিগরি বিশ্লেষকরা। অতীতের মূল্যচিত্র বিশ্লেষণ করে ভবিষ্যৎ প্রবণতা অনুমান করা বিশ্লেষকদের মতে, এত দ্রুত দামের উল্লম্ফন রুপাকে বড় ধরনের সংশোধনের মুখে ফেলতে পারে।
এদিকে একই দিনে স্বর্ণের দামও নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৯৮৮ ডলারে পৌঁছায়, যা বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে।