Image description
 

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ‘তাদের’ নিরাপত্তা বা প্রটোকল তিন গুণ বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচনী পথসভায় দেওয়া তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলার আইনপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তারেক রহমান।

বক্তব্যে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বিএনপির পক্ষ থেকে এবং লাখো জনতার পক্ষ থেকে তিনি অনুরোধ জানাচ্ছেন- তাদের প্রটোকল প্রয়োজন হলে তিন গুণ বাড়িয়ে দেওয়া হোক। তার ভাষায়, তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ বিষয়টি বুঝতে পেরেছে।

তিনি আরও বলেন, মানুষ তাদের ওপর ক্ষুব্ধ হচ্ছে। আমরা চাই না, মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কোনো ক্ষতি করুক। সে জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে- বিএনপিকে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে তার তিন গুণ করে দেওয়া হোক।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশকে যদি বাঁচাতে হয়, তবে ইনশাআল্লাহ আগামী মাসের ১২ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমাদের জয়ী হতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষেই সিল মারতে হবে।

দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে মানুষ মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করেছে এবং সরকারের সমালোচনা করতেও ভয় পায়নি।

বক্তব্যের শেষদিকে তিনি দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।