Image description

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নিজ নির্বাচনি পথসভায় কর্মীদের স্লোগান থামাতে গিয়ে শুয়োরের বাচ্চা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা সমালোচনা করছেন নেটিজেনরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফেসবুকে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওটিতে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিন ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা এলাকায় একটি নির্বাচনি পথসভায় বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্যের সময় সেখানে শ্রমিক দলের কর্মী জসিম উদ্দিন বারবার স্লোগান দিচ্ছিলেন।

এ সময় তিনি স্লোগান থামাতে গিয়ে বলেন, ‘শুয়োরের বাচ্চা থাম, একে আর আনবি না তো’। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জাফর ইকবাল ইমন নামে একজন ফেসবুকে মন্তব্যে লেখেন, সামান্য স্লোগানে মেজাজ হারিয়ে বলতেছে শুয়োরের বাচ্চা। এবার নির্বাচিত হলে কী বলবে বুঝতে পারতেছেন আপনারা?

মো. নুরুল আমিন লেখেন, এরা যদি এমপি নির্বাচিত হয় তাহলে জনগণের কি হাল করবে সেটি এখান থেকেই অনুমান করা যায়।

এনসিপির ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, যে নেতা নিজ দলের কর্মীকে জনসম্মুখে ‘শুয়োরের বাচ্চা’ বলতে পারে, যে নেতা এই দেশের জনগণকে ‘ব্লাডি সিটিজেন’ বলে অবজ্ঞা করতে পারে-তার কাছ থেকে এই দেশের মানুষের সেবা কল্পনা করাই বিলাসিতা। মনে রাখবেন, এই তথাকথিত ব্লাডি সিটিজেনরাই এ দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই জনপ্রতিনিধি অবশ্যই এই মাটির সন্তান, এই জনগণের মধ্য থেকেই আসবে; কোনো ব্লাডি ফরেইনার থেকে নয়।