Image description

নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের সদস্য ও কলেজ শিক্ষক রেজাউল করিমকে (৫৩) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় তার নিজ বাড়ির পাশেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম বিল হালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। একই সঙ্গে তিনি উপজেলা জিয়া পরিষদের সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী রেজাউল করিমের বাড়ির সামনে এসে তাকে ডাক দেয়। তিনি বাড়ির বাইরে বের হলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন একজনের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে আগুনে পুড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।