Image description

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্লেন দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মাইলস্টোন ট্র্যাজিডিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অবস্থান নেন। এ সময় তারেক রহমান নিজে এসে এসব পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তিনি খুব মনোযোগ সহকারে এসব পরিবারের সমস্যার কথা শোনেন। অনেক বাবা-মা তাদের আহত সন্তানের ছবি দেখান। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। লিখিত আকারে তাদের দাবিগুলো তুলে দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে।

এ সময় তারেক রহমান বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও এই মুহূর্তে এসব বিষয় নিয়ে বসা সম্ভব হচ্ছে না। কাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। এ সময় উপস্থিত পরিবারের সদস্যদের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন পরবর্তী সময়ে তাদের সঙ্গে বসে বিভিন্ন সমস্যা সমাধান বিএনপি পাশে থাকবে, ইনশাল্লাহ।

শীর্ষনিউজ