Image description

খুলনায় এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে গত সোমবার আটক করেছে পুলিশ। খুলনার সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।  তবে আটককৃতরা নিজেদের এনসিপির নেতা পরিচয় দিলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিশ্লেষণ করে দেখা গেছে, আটককৃতদের মধ্যে আল নাইম এনসিপির সাথে যুক্ত নয়। বরং তিনি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাথে সম্পৃক্ত। আল নাইম ছাড়াও গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান মিরাজ ও মিরাজ গাজী।

আটককৃতদের মধ্যে আল নাইমের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা যায় তিনি খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ছিলেন। গ্রেপ্তারকৃত আল নাইম ৫ই আগস্টের পর থেকেই ছাত্রদলের বিভিন্ন সভা-সমাবেশে নিয়মিত অংশগ্রহণ করতেন। একইসাথে বিভিন্ন নেতার ছবি ও ভিডিও প্রায়ই ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করেছিলেন তিনি। গত ১৫ জানুয়ারি ফেসবুকে খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থীর "রুপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত করা হবে" লেখা সম্বলিত ফটোকার্ড শেয়ার দিয়েছিলেন তিনি। এ ঘটনায় নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রমকের হাস্যরস করছেন। নেটিজেনরা বলছেন, যে চাঁদাবাজি বন্ধ করতে চায়, সে-ই চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়! 

এ প্রসঙ্গে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।