Image description

চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সপ্তাহের শেষে সংঘটিত ওই ঘটনায় আরও বহু মানুষ আহত হন।

বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে—মঙ্গলবার দুপুর পর্যন্ত একজনের খোঁজ মেলেনি। স্থানীয় উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় ৬৫০ ঘনমিটার ধারণক্ষমতার একটি পানি ও বাষ্প ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর অন্তত ৮৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেঙে পড়া ছাদ, ধ্বংসস্তূপ এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ যান মোতায়েন করা হয়। আরেকটি ভিডিওতে বিস্ফোরণের সময় একটি বড় বস্তু আকাশে ছিটকে যেতে দেখা যায়। ধ্বংসস্তূপের মধ্যে একটি বড় নলাকৃতির ধাতব অংশ পড়ে থাকতে দেখা গেছে, যা কারখানার অংশ বলে ধারণা করা হচ্ছে।

 

ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বসবাসকারী লোকজন জানান, বিস্ফোরণের তীব্রতায় তাদের বাড়িঘর কেঁপে ওঠে এবং জানালার কাচ ভেঙে যায়।

 

উল্লেখ্য, চীনে অতীতেও একাধিক ভয়াবহ শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত জুনে মধ্য চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৯ জন নিহত ও ২৬ জন আহত হন। এর আগে ২০১৫ সালে বন্দর নগরী তিয়ানজিনে রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।