নির্বাচনী রং নাম্বার -০১

Image description
নির্বাচনী রং নাম্বার -০১
৫৯ জন সাংবাদিক, আলাদা কমিটি, আলাদা ডায়াস, আলাদা ম্যানেজমেন্ট। সবই একটি আসনের নির্বাচনী প্রচারণার জন্য।
তারপরও বলা হয় বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার স্বর্ণযুগ চলছে! জনাব তারেক রহমানের ঢাকা-১৭ আসনকে কেন্দ্র করে মিডিয়া কমিটি করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল মিডিয়া কমিটি করবে আর তাতে নাচতে নাচতে নিজেদের নাম ঢুকিয়ে দিবেন আর কিছু বললেই বলবেন গনমাধ্যম স্বাধীন?
এই ৫৯ জন সাংবাদিকের টিমে রয়েছেন জাতীয় টেলিভিশন ও প্রভাবশালী পত্রিকার প্রতিনিধিরা।
 
এনটিভি, এটিএন বাংলা, ৭১ টিভি, চ্যানেল ২৪, সময় টিভি, ইন্ডিপেনডেন্ট টিভি, জিটিভি, মাইটিভি, বৈশাখী টিভি, নিউজ২৪, আরটিভি, চ্যানেল ৯, গ্রীন টিভি, এসএ টিভি। এছাড়া বাসস, ইউএনবি, সমকাল, যুগান্তর, জনকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইনকিলাব, মানবজমিন, আমার দেশ, নয়া দিগন্ত, দেশ রূপান্তর, ডেইলি সান, যায়যায়দিন, কালবেলা, নবযুগ, দিনকাল, বাংলাবাজার পত্রিকাসহ আরও বহু গণমাধ্যমের কর্মরত ও সাবেক সাংবাদিক।
 
একদিকে ক্যামেরা, মাইক আর “নিরপেক্ষতার” বুলি অন্যদিকে সরাসরি প্রার্থীভিত্তিক মিডিয়া কমিটি, নির্বাচন পরিচালনায় সক্রিয় ভূমিকা। এই যদি স্বাধীনতা হয়, তবে পক্ষপাত কাকে বলে?
আরও মজারবিষয় শুরুতেই আস্থার সংকট, তথ্য পাচারের অভিযোগ, অনুপ্রবেশের আশঙ্কা।
 
মানে সাংবাদিকতার নতুন সংস্করণ
খবর নয়, কমিটি। নীতি নয়, নেটওয়ার্ক। দায়িত্ব নয়, ডায়াস।
দলীয় ব্যানারে সাংবাদিক, সাংবাদিকের পরিচয়ে নির্বাচনী কর্মী
সবকিছুই নাকি স্বাভাবিক। প্রশ্ন তুললেই আপনি “পক্ষপাতদুষ্ট”।
তবুও আমরা বলি বাংলাদেশে সাংবাদিকতা স্বাধীন,দলনিরপেক্ষ এবং দলীয় রাজনীতিমুক্ত।


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder