Image description
 

নিজেদের নানা ব্যর্থতার কারণে ১১ দলীয় জোট শেষ পর্যন্ত টিকেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

 

মামুনুল হক বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ভেঙে পরা সমঝোতা ১২ ফেব্রুয়ারির আগে ঠিক হয়ে যেতে পারে। তবে মনোনয়ন প্রত্যাহারের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর বসা হবে না।

জোট না টেকার কারণ জানিয়ে তিনি বলেন, জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র এখনো দেখছি না। নিজেদের নানা ব্যর্থতার কারণেই এ দূরত্ব হতে পারে। তবে আমরা আরও আন্তরিক হবার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি দাবি করেন, শরিয়া আইনের বিষয়ে জামায়াত আমিরের বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে জামায়াতকে দোষারোপ করে জোট ছাড়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শরিয়া আইন বাস্তবায়ন না করার ঘোষণা এবং সমঝোতার নির্বাচনের দিকে জামায়াতে ইসলামী এগোচ্ছে বলে অভিযোগ করে দলটি। এছাড়া বিভিন্ন সময় জামায়াতের থেকে দলীয়ভাবে ইসলামী আন্দোলন অপমানের শিকার হয়েছে বলেও অভিযোগ করেন দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান।