গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটিতে বড় ধরনের ভাঙন ধরেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঘিঘাট গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা’র উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের (বিএনপি) পতাকাতলে একাত্মতা ঘোষণা করেন।
বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন— উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খন্দকার শাহাদাত হোসেন সেলিম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম মোল্লা, উপজেলা তাতী লীগের সাবেক সভাপতি জাহিদুল হক দিলীপ এবং উপজেলা মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা দিলরুবা বেগম রুবি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাচ্চূ মিয়া।
যোগদান অনুষ্ঠানে খন্দকার শাহাদাত হোসেন সেলিম বলেন, "বিএনপি হেরে যাওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া। বিবেকের তাড়নায় আমরা আগামী নির্বাচনে বিএনপিকে সরকার গঠনে সমর্থন দিয়েছি।"
সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, "আমরা স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে সমর্থন করি না, তাই স্বাধীনতার পক্ষের দল বিএনপিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।"
মহিলা নেত্রী দিলরুবা বেগম রুবি তার বক্তব্যে বলেন, "আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্-র সুযোগ্য পুত্র শাহ রিয়াজুল হান্নানকে জয়যুক্ত করতে চাই। এজন্যই আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি।"
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, "দেশের মানুষ এখন দুঃশাসন থেকে মুক্তি চায়। যারা গণতন্ত্র ও স্বাধীনতার স্বপক্ষে বিশ্বাসী, তাদের জন্য বিএনপির দরজা সব সময় খোলা। আজ যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন, তারা আগামী দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবেন।"
যোগদান পর্ব শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।