Image description
 

দীর্ঘ সময় চলা নাটকীয়তা এবং আসন সমঝোতা সংক্রান্ত টানাপোড়েনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের যোগ থাকার বিষয়টি চূড়ান্ত করার জন্য জরুরি বৈঠক বসছে। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে থাকছেন না দলটির আমির, চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।

 

দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ জানিয়েছেন, আজ শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের বৈঠক শুরু হবে। বৈঠকের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের সঙ্গে সম্পর্ক এবং নির্বাচনী কৌশল নিয়ে দলের অবস্থান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি বলেন, “সমঝোতার বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতেই এই বৈঠক আয়োজন করা হয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃত্বাধীন জোট ২৫৩টি আসনের প্রার্থিতা এককভাবে ঘোষণা করলে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হয়ে যায়। সেই সময় ঢাকায় থাকা মুফতী রেজাউল করীম গভীর রাতে বরিশালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তিনি বরিশালে অবস্থান করছেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনলাইন বা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখছেন।

 

 

 

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস