Image description
 

সব ধরনের ক্রিকেট বয়কট থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তারা জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকেই তারা ক্রিকেটে ফিরতে ইচ্ছুক। তবে এ জন্য কিছু শর্তও তারা দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছে, "বাংলাদেশ ক্রিকেটে চলমান জটিলতা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। আমরা ক্রিকেটাররা এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে, ছেলেদের জাতীয় দল সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, আর ছেলেদের অনূর্ধ্ব-১৯ দলও বিশ্বকাপে অংশগ্রহণ করছে। সব ধরনের খেলা বন্ধ রাখার প্রভাব এই দলগুলোর উপর পড়তে পারে। আমরা বিপিএলকেও খুবই গুরুত্বপূর্ণ মনে করি। তাই, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।"

কোয়াব আরও জানিয়েছে, "বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ সংক্রান্ত প্রক্রিয়াগত সময় চাওয়া হয়েছে, আমরা সেই সময় দিতে প্রস্তুত। তবে আশা করব, প্রক্রিয়াটি অব্যাহত থাকবে।"

পাশাপাশি, পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি।

বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।