Image description
 

নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আমরা বিশ্বাস করি, এদেশে হিন্দু ও মুসলমান মিলেমিশে বসবাস করবে। মুসলমানরা যেমন তাদের অধিকার ভোগ করবে। তেমনি হিন্দুরাও তাদের অধিকার ভোগ করবে। হিন্দু-মুসলমান ভাই ভাই, তাদের কোনো পৃথক সত্তা নেই। হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর আঁচড় লাগলে, প্রতিরোধ করা হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামের পরিতোষ কুমার দে’র ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ২৪ গ্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনকালে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। নড়াইল-২ আসনের জনগণ আমাকে যদি এবার ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে তাহলে নড়াইলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। মানুষের মৌলিক চাহিদা পূরণ করার চেষ্টা করবো। এসময় তিনি সকলের নিকট আশীর্বাদ ও ভোট প্রার্থনা করেন।

 

এসময় নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মো. নবীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামান, লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস. এম শাহিন বিপ্লব, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 
 

এর আগে, বিকালে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আলীগঞ্জ ফেনী বাজার, চালিতাতলা বাজারে ব্যাপক গণসংযোগ করেন। এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।