Image description
২২শে জানুয়ারি সিলেট থেকে শুরু নির্বাচনী প্রচারণা

সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন আগামী ২২শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

বিএনপি’র নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, অতীতে দলীয় প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করেন এটা এক ধরনের রেওয়াজে পরিণত হয়েছে। সে অনুযায়ী তারেক রহমানও সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান।

নির্বাচনী প্রচার শুরুর বিষয়ে শনিবার হোটেল শেরাটনের বলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাবো।
যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর বাতিল: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চার দিনের উত্তরাঞ্চল সফর চূড়ান্ত হয়েছিল আগেই। সফরের সব প্রস্তুতিও নেয়া হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে এই সফর বাতিল করা হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে নির্বাচন কমিশন কেউ অনুরোধ করেছে, কমিশন নিজে থেকেই এই অনুরোধ করেছে নাকি কোনো পক্ষের আপত্তির কারণে করেছে? ১১ই জানুযারি থেকে তারেক রহমানের সফর শুরুর কথা ছিল। সফরে জুলাইযোদ্ধাদের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাতের মতো কর্মসূচি ছিল। 
সূত্র জানিয়েছে, এই সফরসূচি প্রকাশের পরই জামায়াত এবং এনসিপি’র পক্ষ থেকে আপত্তি তোলা হয়। এই সফর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এমনটা দাবি করে নির্বাচন কমিশনে বার্তা দেয়া হয়। এরপরই কমিশন তারেক রহমানের সফর স্থগিতের বিষয়ে অনুরোধ করে। বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর কর্মসূচিটি স্থগিতের সিদ্ধান্ত হয়। 

গত শুক্রবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশনের ‘অনুরোধে’ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে।
সফরের প্রথম দিন বিকালে বগুড়ায় পৌঁছানোর কথা ছিল বিএনপি চেয়ারম্যানের। বগুড়া থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফরেও যাওয়ার কথা ছিল তার।

গত বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্য হলো একজন শহীদের কবর জিয়ারত করা, এখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
পরে শুক্রবার রাতে বিএনপি মহাসচিব বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ অন্যদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য তারেক রহমান উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি’র চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।

ওদিকে কর্মসূচি স্থগিতের বিষয়ে নির্বাচন কমিশনের অনুরোধের বিষয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মতামতও দিয়েছেন কেউ কেউ। বলা হচ্ছে, কোনো দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। সেখানে কোনো দলের আপত্তিতে অন্য দলের কর্মসূচি না করার অনুরোধ করার সুযোগ নেই। কেউ কেউ এও বলছেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নামে সরাসরি ভোটের প্রচার চালানো হচ্ছে। এ ধরনের প্রচারের বিরুদ্ধে কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে না।