Image description

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় দুই দিনেও ঘাতকদের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীর তেজগাঁও থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন, রাজনৈতিক সহকর্মী ও কাওরান বাজারের ব্যবসায়ীরা।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাস্থল তেজতুরী বাজারের স্টার কাবাবের পেছনের গলি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাওরান বাজার মোড় হয়ে তেজগাঁও থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা থানা ঘেরাও করে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন এবং খুনিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

বিক্ষোভকারীদের চাপে তেজগাঁও থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এরপর মিছিলটি আবারও কাওরান বাজার মোড় হয়ে সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, পুলিশ তাদের আশ্বস্ত করেছে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দ্রুতই খুনিদের গ্রেফতার করা হবে। 

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, “মোসাব্বির হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে নিহতের পরিবার ও আমজনতা দলের প্রধান তারেকসহ স্থানীয়রা এসেছিলেন। আমরা তাদের জানিয়েছি, ঘটনাস্থলের বেশ কিছু সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। ফুটেজগুলো বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের পরিচয় প্রকাশ ও গ্রেফতার করা সম্ভব হবে।” 

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির। একই ঘটনায় কাওরান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।