Image description

পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর প্রোগ্রাম চলাকালে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৭৭ নম্বর চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।   

 

আহতরা হলেন— জামায়াতে ইসলামীর যুব সংগঠনের নেতা সুজন খান (২৫), জামায়াত কর্মী রাকিব হাসান, আব্দুল বারেক মাঝি এবং ছাত্রদলের দুই নেতা সাইদুল ইসলাম (২৩) ও জহিরুল ইসলাম সোহাগ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয়ের একটি কক্ষে জামায়াতের দলীয় সাংগঠনিক প্রোগ্রাম চলাকালে হঠাৎ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে প্রবেশ করেন। ছাত্রদল কর্মীরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুমতি ছাড়া কর্মসূচি আয়োজন করার কৈফিয়ত চান। তখন উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।     

 

জামায়াত নেতারা দাবি করেন, ২০–২৫ জন ছাত্রদলের কর্মী পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে তাদের সমাবেশে হামলা চালায়।

ছাত্রদল নেতারা দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে রাজনৈতিক প্রোগ্রাম আয়োজন করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে জানতে চাইলে জামায়াত কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রদলের দুই নেতা আহত হন।

বাউফল থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।