Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে আসন বণ্টনের ঘোষণা দেওয়া হবে বৃহস্পতিবার।

বুধবার (০৭ জানুয়ারি) শীর্ষনিউজ ডটকমকে এই তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য আহ্বায়ক মাহবুব আলম।

এদিকে একইদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনে জামায়াত জাতীয় নাগরিক পার্টিকে ১০টি আসন দেবে—এমন তথ্য সঠিক নয়। তিনি এই বিষয়ে প্রচারিত তথ্যকে ভুল বলে উল্লেখ করেন।

অপরদিকে, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, তাদের দল ১১ দলীয় জোটের সঙ্গেই থাকছে।

তিনি আরও জানান, আসন বণ্টন সংক্রান্ত ঘোষণা বৃহস্পতিবার দেওয়া হতে পারে।

শীর্ষনিউজ