জোটসঙ্গীদের ছেড়ে দেয়া প্রতিটি আসনেই বিএনপি’র হেভিওয়েট নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। শুধু জোটসঙ্গীদের আসন নয়, অন্তত শতাধিক আসনে ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে দলের বিদ্রোহী প্রার্থী। তবে নির্বাচনী মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন জোটের প্রার্থীরা। এসব প্রার্থীকে প্রত্যক্ষভাবে মেনে নিতে অনীহা দেখা যাচ্ছে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে। ফলে তারা নির্বাচনী বৈতরণী পার হতে দ্বারস্থ হয়েছেন বিএনপি’র হাইকমান্ডের। বিদ্রোহীদের ডেকে সমাধানের আশ্বাসও দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইতিমধ্যে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি’র দলীয় সূত্র জানিয়েছে, রোববার ও সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেন জোটসঙ্গীদের ছেড়ে দেয়া আসনের প্রার্থীরা। এরমধ্যে রয়েছেন- ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী, ঢাকা-১২ আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এসব আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বিদ্রোহী প্রার্থীদের ডেকে আলোচনা করে সমাধান করার আশ্বাস দেন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন মাওলানা জুনায়েদ আল হাবিব। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বৈরাচার হাসিনার আমলে সংসদে আলোচিত সাবেক এই এমপি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। সেজন্য ভোটের মাঠে তার অবস্থান রয়েছে। এ বিষয়ে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই বহিষ্কৃত নেতার পাশে দলের কোনো নেতাকর্মী দাঁড়ায় না। তবে রুমিন ফারহানা বলেছেন, দল বহিষ্কার করলেও এলাকাবাসী আমাকে বহিষ্কার করেনি। সাধারণ মানুষ আমার সঙ্গে রয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকীর সঙ্গে বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে শক্ত অবস্থান তৈরি করেছেন। দল থেকে পলাশকে বহিষ্কার করলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। সেজন্য তাকে চ্যালেঞ্জ মনে করছেন জোনায়েদ সাকী। ঢাকা-১২ আসনে সাইফুল হকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। স্থানীয় হওয়ার কারণে নীরবের প্রভাব রয়েছে। সেজন্য তাকে চ্যালেঞ্জ মনে করছেন সাইফুল হক। বিষয়টি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে তুলে ধরেছেন তিনি।
সিলেট-৫ আসনে (জকিগঞ্জ-কানাইঘাট) জমিয়তের শীর্ষ নেতা মাওলানা ওবায়দুল্লা ফারুককে ছেড়ে দেয়া আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সদ্য বহিষ্কৃত জেলা বিএনপি’র সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)। সাবেক এই ছাত্রনেতা মনোনয়নের জন্য দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে আসছিলেন। তিনিও জোটের এই প্রার্থীর জন্য চ্যালেঞ্জ হতে পারেন বলে মনে করছেন স্থানীয়রা। ওদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী মনির হোসেন কাসেমির বিরুদ্ধে নির্বাচন করবেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক এমপি গিয়াসউদ্দিন ও শাহ আলম। দুজনই শক্ত প্রতিদ্বন্দ্বী। বিএনপি’র এই দুই বিদ্রোহী প্রার্থীর কাছে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন জোটের এই প্রার্থী। পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপি’র নির্বাহী সদস্য মো. হাসান মামুন। সাবেক এই কেন্দ্রীয় ছাত্রদল নেতার এলাকায় শক্ত প্রভাব রয়েছে। ভোটের মাঠে হাসান মামুনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভিপি নূরকে। এদিকে সবচেয়ে বেকায়দায় পড়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপি’র কাছে ছাড় পাওয়া বগুড়া-২ আসনের পাশাপাশি ঢাকা-১৮ আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। ঢাকায় বৈধ হলেও বগুড়ায় মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে বগুড়া-২ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন মীর শাহে আলম। আর ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই সমস্যাগুলো তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তুলে ধরেছেন মান্না। এদিকে স্বস্তিতে নেই নিজের দল বিলুপ্ত কিংবা পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়ার পর মনোনয়ন নিশ্চিত করা প্রার্থীরাও। ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার থেকে বিএনপিতে যোগ দেয়া রাশেদ খানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। সাবেক এই ছাত্রনেতারও এলাকায় শক্ত অবস্থান রয়েছে।
এছাড়া কিশোরগঞ্জ-৫ আসনে সৈয়দ এহসানুল হুদা, লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদও স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়বেন।
শতাধিক আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী
এদিকে শতাধিক আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দলীয় মনোনয়নবঞ্চিত বিএনপি’র নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। যদিও বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপি। এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়বেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি।’
এদিকে বিএনপি’র যেসব নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা হলেন- কুড়িগ্রাম-১ আসনে জেলা বিএনপি’র সদস্য ডা. ইউনুস আলী, নীলফামারী-২ আসনে জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলমগীর সরকার, দিনাজপুর-১ আসনে বীরগঞ্জ উপজেলা বিএনপি’র জাকির হোসেন ধলু, দিনাজপুর-২ আসনে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রশিদ ও জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি নেতা মর্তুজা, গাইবান্ধা-৪ আসনে ফারুক করিম আহমেদ ও গাইবান্ধা-৫ আসনে নাহিদুজ্জামান নিশাদ, রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-৪ (বাগমারা) আসনে সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ড. জাহিদ দেওয়ান শামীম, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে পুঠিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, রাজশাহী-৬ আসনে (বাঘা-চারঘাট) জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, নাটোর-১ আসনে বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু, নাটোর-২ আসনে জেলা বিএনপি’র সদস্য সাবিনা ইয়াসমিন ছবি এবং নাটোর-৪ আসনে জেলা বিএনপি’র সদস্য আবুল কাশেম, সিরাজগঞ্জ-৩ আসনে (রায়গঞ্জ ও তাড়াশ) তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, সিরাজগঞ্জ-৪ আসনে (উল্লাপাড়া) উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সিরাজগঞ্জ-৫ আসনে (বেলকুচি ও চৌহালী) তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলু, সিরাজগঞ্জ-৬ আসনে (শাহজাদপুর) স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গোলাম সরোয়ার, কুষ্টিয়া-২ আসনে অধ্যাপক শহীদুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া-৩ আসনে অধ্যক্ষ সোহরাব উদ্দীন, কুষ্টিয়া-৪ আসনে নুরুল ইসলাম আনসার প্রামাণিক, নড়াইল-১ আসনে নাগিব হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনে কৃষকদলের সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোজাম্মেল হক ও মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা, গোপালগঞ্জ-২ আসনে জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু, বরিশাল-১ ( গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সোবহান, পটুয়াখালী-৩ আসনে বিএনপি’র নির্বাহী সদস্য মো. হাসান মামুন ও ঝালকাঠি-১ আসনে সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে যুক্তরাজ্য প্রবাসী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মো মহসীন মিয়া মধু এবং সিলেট-৫ আসনে (জকিগঞ্জ-কানাইঘাট) জেলা বিএনপি’র সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন), ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি’র সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে আবুল বাশার আকন্দ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আহাম্মদ তায়েবুর রহমান হিরন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে মো. তানভীর আহমেদ রানা, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জয়নাল আবেদীন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে শাহ্ নূরুল কবির, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে সাবেক এমপি খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মুশফিকুর রহমান, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আলহাজ মোর্শেদ আলম, জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, শেরপুর-১ (সদর) আসনে শফিকুল ইসলাম মাসুদ, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইলিয়াস খান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আমিনুল ইসলাম বাদশা, চাঁদপুর-৫ আসনে জেলা বিএনপি’র সদস্য কামাল উদ্দিন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. আ: হান্নান, চাঁদপুর-২ আসনে জেলা বিএনপি নেতা তানভীর হুদা ও ডা. শামীম সরকার, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপি’র নেতা জিয়াদ আমিন খান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্ল্যাহ বাহার, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, চট্টগ্রাম-৫ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক ও বিএনপি নেতা শাকিলা ফারজানা, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে মোহাম্মদ মহিবুল ইসলাম, চট্টগ্রাম-৯ আসনে নগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মো. আবুল হাশেম, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হামিদুল ইসলাম এবং চট্টগ্রাম-১৬ আসনে বিএনপি নেতা লেয়াকত আলী।