র্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের আংশিক ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
১৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব ১৬৭৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৪২৪ ভোট। অর্থাৎ ২৪৯ ভোটের ব্যবধানে ছাত্রদল প্রার্থী এগিয়ে আছেন।
জিএস পদে পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল আলিম। তাঁর প্রাপ্ত ভোট ১৬১২। অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭৯৩ ভোট। ব্যবধান ৮১৯।
এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাসুদ রানা ১৪৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানজিল পেয়েছেন ১২৯৭ ভোট। ব্যবধান ১৭৯।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত। তবে ভোটারদের ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সুবিধার্থে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এরপর ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হলেও রাত সাড়ে ৯টার দিকে ‘টেকনিক্যাল’ কারণে গণনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সমস্যা নিরসন করে পুনরায় গণনা শুরু হওয়ায় ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব ঘটে। বাকি ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।