Image description

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

 

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত ও আজিমপুর এলাকায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে প্রায় দুই শতাধিক শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল উপহার দেওয়া হয়।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহান মানবিক দায়িত্ব। মরহুম বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানবিকতা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তার সেই আদর্শ অনুসরণ করেই এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে, ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রাজা, ঢাবি ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান প্রমুখ।