আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয় আসনে মনোনয়ন বৈধতা পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আজ শনিবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে হান্নান মাসউদ লেখেন, আলহামদুলিল্লাহ, জাময়াত-এনসিপি (১০ দলীয়) জোটের প্রর্থী হিসেবে নোয়াখালী -০৬ হাতিয়া আসনে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নোয়াখালী-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১৪ জন। তাদের মধ্যে বিএনপির মো. মাহবুবুর রহমান (শামীম), জামায়াতের শাহ মো. মাহফুজুল হক, ১০ দলীয় জোট থেকে এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, স্বতন্ত্র থেকে সাবেক সংসদ সদস্য মো. ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিব।
সারজিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
পঞ্চগড় জেলা থেকে নির্বাচিত হওয়ার পথে ১২ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী মো. সারজিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন তথ্য জানান।
তিনি পঞ্চগড়-১ আসনে জোটের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সারজিস আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। সমর্থক ও জনসাধারণের সহযোগিতা পেয়ে আশা করি একটি সুষ্ঠু ও শক্তিশালী প্রচারণা চালাতে পারব।’