Image description
 

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। শনিবার দুপুরে এ খবর জানা যায়। এটা নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।এমন পরিস্থিতিতে আজ রাত সাড়ে ৯টায় জরুরি মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৩ জানুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারে আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়েছিল। তবে বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তাপের কারণে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নির্দেশের পরই মোস্তাফিজুর রহমানকে ছ দেওয়ার বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেটাও সেরে ফেলল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আমাদের সময়