Image description
 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ঢাকা সফরকে কোনো বিশেষ রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের চশমায় না দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতেই এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। তিনি উল্লেখ করেন, “বেগম খালেদা জিয়ার একটি বিশাল ইতিবাচক ভাবমূর্তি কেবল বাংলাদেশেই নয়, পুরো দক্ষিণ এশিয়ায় রয়েছে। দল-মত নির্বিশেষে তাঁর গ্রহণযোগ্যতা সর্বজনস্বীকৃত। এমন একজন নেত্রীর শেষ বিদায়ে প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর আসাটা একটি স্বাভাবিক শিষ্টাচার বা গুডউইল জেসচার।”

জয়শঙ্করের সঙ্গে কোনো রাজনৈতিক বা দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “উনার সফর ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। আমাদের মধ্যে যেটুকু কথা হয়েছে, তা সবার সামনেই এবং একেবারেই সৌজন্যমূলক ছিল। সেখানে দ্বিপাক্ষিক বা রাজনৈতিক কোনো অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার সুযোগ ছিল না।”

 

এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের বিদ্যমান টানাপোড়েন কমবে কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “এটি একটি ভালো উদ্যোগ বা জেসচার, এ পর্যন্তই। তবে সম্পর্কের ওপর এর প্রভাব কতটা পড়বে, তার উত্তর ভবিষ্যতে মিলবে। এই সফর থেকে এখনই বাড়তি কোনো রাজনৈতিক অর্থ খোঁজা ঠিক হবে না।”

 

উল্লেখ্য, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন এবং বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে একটি শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেন। জানাজায় পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন।