Image description

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গঠন করা হয়েছিল জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই বাহিনীকে রাজনৈতিক স্বার্থে এক ঘণ্টা বা এক দিনের জন্যও ব্যবহার করেনি। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

লুৎফুজ্জামান বাবর বলেন, জনগণের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন। তাঁর নির্দেশেই সন্ত্রাস দমনে র‍্যাব গঠিত হয়েছিল। তিনি দাবি করেন, বিএনপি সরকারের আমলে অন্যায় করলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না। তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়ার যে দেশপ্রেম ও গুণাবলী আমি দেখেছি, তা বিরল। বর্তমানে তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানের মধ্যেও আমি সেই একই গুণাবলী খুঁজে পেয়েছি।”

কবর জিয়ারতের বিষয়ে বাবর জানান, এটি কোনো পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও প্রিয় নেত্রীর প্রতি ব্যক্তিগত আবেগ থেকেই তিনি এখানে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েই তিনি শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এসময় তিনি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।

 

উল্লেখ্য, গতকাল বুধবার বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর আজ সকাল থেকেই শেরেবাংলা নগরে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁদের সঙ্গেই নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।