সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যু এদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলটির পক্ষ থেকে এ মন্তব্য করেন তিনি।
এতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ় ভূমিকা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। ১/১১ সরকারের সময়ে তাঁর অনমনীয় ভূমিকা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও তিনি ছিলেন মানুষের সাহসের উৎস। এ কারণেই তাঁকে বারবার ফ্যাসিবাদী সরকারের আক্রোশের শিকার হতে হয়েছে, ব্যক্তিগতভাবে নারী হিসেবে কুৎসিত আক্রমণের শিকার হতে হয়েছে কিন্তু সেসব কিছুর মোকাবিলা তিনি করেছেন স্বভাবসুলভ ঔদার্য, মহানুভবতা ও আত্মমর্যাদার সাথে। সেগুলোকে ব্যক্তিগতভাবে না নিয়ে বরং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের জনগণ যে ভরসা রেখেছেন তিনি সব সময় তার মর্যাদা রক্ষায় সচেষ্ট ছিলেন। শেখ হাসিনার অধীনে নির্বাচন বর্জন করে গণঅভ্যুত্থানের পথ তৈরিতে তাঁর সিদ্ধান্ত ছিল অন্যতম নির্ধারক। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন এদেশের রাজনৈতিক অভিভাবক। তাঁর মৃত্যু আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার, দল ও জনগণের প্রতি পরিপূর্ণ সহমর্মিতা জ্ঞাপন করা হয়।