জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে জরিপ প্রকাশ করেছে বুদ্ধিভিত্তিক সংগঠন 'ন্যারেটিভ'। ৫৯৩ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপে জকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
জরিপের ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে শিক্ষার্থীদের প্রথম পছন্দ রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৪৩.৬৮ শতাংশ সমর্থন। একেএম রাকিব পেয়েছেন ৩৮.৭৯ শতাংশ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে আবদুল আলিম আরিফ ৪৬.৫৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৫.৬৩ শতাংশ ভোট। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৩৯.৬৩ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে আছেন মাসুদ রানা এবং ৩১.৫৩ শতাংশ সমর্থন পেয়েছেন আতিকুর রহমান তানজীল।
জানা যায়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ শিক্ষার্থী ছিলেন ৫২.৭৮ শতাংশ এবং নারী ৪৭.২২ শতাংশ। ধর্মীয় পরিচয়ে ৮৪.৬৫ শতাংশ মুসলিম এবং ১৪.১৭ শতাংশ হিন্দু শিক্ষার্থী অংশ নেন। সেশনভিত্তিক অংশগ্রহণে ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংখ্যা বেশি। অনুষদভিত্তিক অংশগ্রহণে কলা ও সমাজবিজ্ঞান অনুষদ শীর্ষে রয়েছে।
দেখা গেছে, জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেক (৪৯.২৪ শতাংশ) ক্যাম্পাসে সুষ্ঠু ছাত্র রাজনীতির পক্ষে মত দিয়েছেন। ২৭.৩২ শতাংশ শিক্ষার্থী লেজুড়বৃত্তিক রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া ১২.৪৮ শতাংশ কোনো ধরনের ছাত্র রাজনীতি চান না এবং ১০.৯৬ শতাংশ দলীয় ছাত্র রাজনীতির বিরোধিতা করেছেন।
এ ছাড়া প্যানেলভিত্তিক মূল্যায়নে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ, ধর্মীয় সংস্কৃতি ও স্বাধীনতা রক্ষা এবং নারীবান্ধব ক্যাম্পাস গঠনের সক্ষমতা—এই তিন সূচকে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল সবচেয়ে বেশি আস্থা অর্জন করেছে। প্রত্যাশা পূরণে সক্ষমতা সূচকে প্যানেলটি পেয়েছে ৪৩.৩৪ শতাংশ সমর্থন, ধর্মীয় স্বাধীনতা রক্ষায় ৪৮.৪০ শতাংশ এবং নারীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠায় ৫১.৯৪ শতাংশ শিক্ষার্থীর আস্থা।
ফলাফলে দেখা যায়, শিক্ষার্থীদের বড় অংশ সুস্থ ও গঠনমূলক ছাত্র রাজনীতির পক্ষে এবং ভোটের হিসাবে ভিপি, জিএস ও এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।