Image description
 

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আসন সমঝোতা হয়েছে। সমঝোতার কারণে জামায়াতের সঙ্গে যুক্ত হওয়া এই ১০টি দলের প্রার্থীদের শতাধিক আসন ছেড়ে দিতে হচ্ছে দলটিকে। 

 

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) এনসিপি, এলডিপি ও এবি পার্টি এ বলয়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার পর থেকে জামায়াতের বিভিন্ন আসনের প্রার্থীরা ‘বৃহৎ স্বার্থ ও দলের সিদ্ধান্ত’ অনুযায়ী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করছেন। তাদের মধ্যে কেউ কেউ বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

 

এ পর্যন্ত নির্বাচনী মিত্রের একাধিক প্রার্থীর জন্য জামায়াতের হেভিওয়েট কয়েকজন প্রার্থীর আসন ছাড়ার বিষয় প্রকাশ্যে এসেছে। 

 

খোঁজ নিয়ে জানা যায়, সর্বপ্রথম রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-১১ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে শুভ কামনা জানিয়ে এবং নিজ প্রার্থিতা প্রত্যাহার করে ফেসবুকে পোস্ট দেন জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। 

এদিন রাতেই কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন সমঝোতায় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর আসন থেকে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। এ বিষয়ে তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

 

জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূরণ হয়তো করতে পারব না। তবে দেবীদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজকে কৃতজ্ঞ মনে করব। 


এদিকে আজ সোমবার ফেনী-২ সদর আসন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ছেড়ে দিয়েছেন জামায়াতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া।

একই দিনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন প্রার্থী হওয়ায় তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজম খান।


এ ছাড়া এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জন্য ঢাকা-১৩ আসনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোবারক হোসাইন।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবদুল জব্বার। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।