Image description
 

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে হঠাৎ থেমে গেছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। এতে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন কালুরঘাট সেতু পার হওয়ার সময় অযথা শিকল টানে কোনো এক যাত্রী। এতে হঠাৎ করে ট্রেনটি সেতুর ওপর দাঁড়িয়ে যায়। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে জানা গেছে।

জান আলীহাট রেলস্টেশনের মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, দুপুর পৌনে ১টায় কালুরঘাট সেতু পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেসের কোনো এক যাত্রী ভুল করে জরুরি চেইন টেনে ফেলেন। এতে ট্রেনটি পশ্চিম থেকে পূর্বপাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। এর ২০ মিনিট পর জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

ভোগান্তির শিকার মোটরসাইকেলচালক মিজানুর রহমান বলেন, হঠাৎ দেখি সিনেমার মতো ট্রেনটা সেতুর ওপরই দাঁড়িয়ে গেছে। কে যে চেইন টানল- কিছুই বোঝা গেল না। সেতুর দুই পাশে অনেকক্ষণ আটকে ছিলাম।

বিডি প্রতিদিন