Image description
 

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন অংশ নিচ্ছেন রাশেদ খাঁন। এরই মধ্যে তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্যপদও লাভ করেছেন। ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজেকে ঝিনাইদহের কালীগঞ্জের স্থায়ী ভোটার করার আবেদন করেছেন। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর ‘ভোটার স্থানান্তরের' আবেদন করেন তিনি।

 

রাশেদ খাঁন ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। তিনি পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা। আসন্ন নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসব বিবেচনায় রাশেদ খাঁন কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন। কালীগঞ্জ পৌরসভা থেকে এ সংক্রান্ত প্রত্যয়নপত্রও নিয়েছেন তিনি। এ ছাড়া তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বর্তমান বিএনপিতে যোগদান করেছেন। এবং বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেছেন। 

 

 

 

 

ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন জানান, রাশেদ খাঁন ২৪ এর গণঅব্যুত্থানের অন্যতম রূপকার। রাজপথের সামনের সারির যোদ্ধা। তিনি এই মুহূর্তে বিএনপিতে যোগদান করে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ছোট ছোট দল থেকে সংসদে যাওয়া সম্ভব নয়। রাশেদ খাঁন সংসদে গেলে তরুণ প্রজন্মের যে ত্যাগ, তিতিক্ষা, আত্মদানকে মূল্যায়িত হবে। তাদের চিন্তা চেতনাকে তিনি সম্মানের স্থানে নিতে পারবেন। তার মতো একজন বিপ্লবী নেতা সংসদে গেলে শুধু ঝিনাইদহ ৪ আসনই নয় বরং ঝিনাইদহের ৪টি আসনোই আমূল পরিবর্তন করতে পারবেন। সেকারণে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি তার সিদ্ধান্তকে স্যালুট জানাই। 

 

রাশেদ খাঁন জানান, আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রথামিক সদস্যপদ লাভ করেছি। ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেকারণে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার জন্যও আবেদন করেছি। এর আগে আমি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলাম। নির্বাচন কমিশনে আমার ভোটার স্থানান্তরের আবেদন জমা দেয়া হয়েছে। আবেদনটি নির্বাচন কমিশন গ্রহণ করেছেন। কালীগঞ্জে যেহেতু নির্বাচন করব, আমি সেই এলাকারই ভোটার হবো। আমি কালীগঞ্জবাসীসহ ঝিনাইদহ ৪ আসনের সকলকে সাথে নিয়ে উন্নত কালীগঞ্জ গড়ে তুলতে চাই। এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা কামনা করছি।