রাজধানীর বনানী কবরস্থানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত ছোটভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে কোকোর কবর জিয়ারত করেন তিনি। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। তারা পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন।
এরপর শ্বশুর রিয়ার অ্যাডমিরাল(অব.) মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। হাদির কবর জিয়ারতের পর পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি।
পরে নির্বাচন কমিশনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করতে ফিঙ্গার প্রিন্টসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।
শীর্ষনিউজ