বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে এসেছে তাদের পোষা বিড়াল ‘জিবু’। তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে বিশেষভাবে তৈরি একটি খাঁচায় করে জেবুকে আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অফিশিয়াল ভেরিফায়েড পেইজ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা বিমান বন্দরে এসে পৌঁছায় বিমানটি।
স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত সময়ের ফাঁকে জিবুর সঙ্গে তারেক রহমানের খুনসুটি ও আদুরে মুহূর্তের একাধিক ছবি ভাইরাল হয়েছিল। এসব ছবি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রাণীর প্রতি তাঁর ভালোবাসাও প্রশংসিত হয়।
এ ছাড়া তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতেও জেবুর সঙ্গে কাটানো কয়েকটি স্মরণীয় মুহূর্ত শেয়ার করেছিলেন। এগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও পরিচিত হয়ে ওঠে পোষা বিড়াল জিবু।