বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে ফ্লাইটটি অবতরণ করে।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-১০২) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ফ্লাইটটি আজ দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। দেশে পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে স্বাগত জানাবেন।
সেখান থেকে বুলেটপ্রুফ মার্সিডিজ জিপে করে তারেক রহমান যাবেন পূর্বাচলের ৩০০ ফিট সড়কের কাছে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানস্থলে। বিশেষভাবে নির্মিত মঞ্চে উঠে তিনি নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ সরাসরি দেখানোর জন্য ৩০টি বড় এলইডি স্ক্রিন বসানো হয়েছে এবং পুরো এলাকায় স্থাপন করা হয়েছে ৯ শতাধিক মাইক।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন। পরে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন, যেখানে সপরিবারে অবস্থান করবেন।
শীর্ষনিউজ