Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “ফ্যাসিবাদী শক্তি চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে।”

তিনি বলেন, “যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো।”

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে অপেক্ষারত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় বুধবার রাতে রাজধানীর মগবাজারে বোমা হামলার ঘটনার কথা উল্লেখ করা হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে-বিদেশে সক্রিয়, তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে, পারতপক্ষে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। যারা এভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, “আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যাত্রার দিকনির্দেশক আজকে নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন দীর্ঘ ১৭-১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে। আমরা অত্যন্ত আনন্দিত।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা আজ সারা দেশবাসী দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটাকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব।”

তারেক রহমানের ফিরে আসায় মানুষের ভেতর আশার সঞ্চার ঘটেছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা দীর্ঘ ১৬-১৭ বছর অবিরাম আন্দোলন-সংগ্রাম করেছি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে আনার জন্য। সমাপ্তি ঘটেছে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে। গণতন্ত্র অবমুক্ত হয়েছে।”

শীর্ষনিউজ