নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, গামবোরু বাজার এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় এক জিহাদবিরোধী মিলিশিয়া নেতার ধারণা, মসজিদের ভেতরে রাখা বোমা থেকেই বিস্ফোরণটি ঘটেছে। কেউ কেউ এটিকে আত্মঘাতী হামলা বলেও মনে করছেন।
নাইজেরিয়ান পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে। তবে সরকারিভাবে হতাহতের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
মাইদুগুরি দীর্ঘদিন ধরে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএসডব্লিউএপির সহিংসতার কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বড় ধরনের হামলা তুলনামূলকভাবে কম ছিল। ঘটনার পর নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে এবং ওই এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
শীর্ষনিউজ