Image description
 

ঝিনাইদহ- ৪ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সকাল থেকে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

 

এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনি মুর্শিদা জামান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

 

রাশেদ খান মুঠোফোনে চূড়ান্ত প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। আলোচনায় ঝিনাইদহ- ৪ আসনে বিএনপির প্রার্থী হওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ- ৪ এলাকায় নির্বাচনি জনসভা করবেন বলে জানান এ গণঅধিকার পরিষদ নেতা।