হাদি হত্যার প্রতিবাদে বুধবার ফেনীতে শোক ও সংহতি সমাবেশে বক্তব্য দেবেন এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া এবং এনসিপি নেতা সালেহ উদ্দিন সিফাত আজ ফেনীতে শোক ও সংহতি সমাবেশে বক্তব্য রাখবেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
গণতান্ত্রিক সংস্কার জোট, ফেনী জেলা শাখার উদ্যোগে বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় ফেনী শহরের কিং কমিউনিটি সেন্টারে এ শোক ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন এবি পার্টি ফেনী জেলা শাখার আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক এবং এবি পার্টি ফেনী জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক।
আয়োজকরা জানান, বিপ্লবী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড গণতান্ত্রিক আন্দোলনের জন্য গভীর উদ্বেগজনক ঘটনা। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের শোক ও সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, সমাবেশের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানো হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র সমাজ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।