Image description

নাটোরের লালপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইছার উদ্দিন মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

লালপুর থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সোমবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, উপজেলার আইনশৃঙ্খলা ও জন নিরাপত্তা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। গত সাত দিনে ছয়জনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।