বাবার শেষ কৃতে অংশ নিতে ৩ঘন্টা প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার দপ্তর সম্পাদক, প্রদুৎ কুমার সরকার।
২২ ডিসেম্বর (সোমবার) রাতে বাবা গোপাল চন্দ্র সরকার মৃত্যু বরণ করেন। পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির লক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অবেদন করেন। আবেদন মঞ্জুরের প্রেক্ষিতে আজ বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্যারোলে মুক্তি মিলে। তিনি দুপুর ৩টার দিকে উপজেলা পানানগর ইউপির বেলঘড়িয়া গ্রামে বাবার শেষ কৃত অংশগ্রহণ করেন।
শাসান ঘাটে দাহ্য শেষে সমাহিত করা হয়। বিকাল ৪টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হন তিনি।