Image description

২০২৫–২৬ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের লড়াই ক্রমেই জমে উঠছে। এই দৌড়ে আপাতত যৌথভাবে শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

নিজ নিজ ঘরোয়া লিগে দুজনেই এখন পর্যন্ত ১৯টি করে গোল করেছেন। গোল্ডেন শুর পয়েন্ট পদ্ধতি অনুযায়ী এতে তাদের দুজনেরই পয়েন্ট দাঁড়িয়েছে ৩৮। খুব কাছেই আছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে—লা লিগায় ১৮ গোল করে তাঁর পয়েন্ট ৩৬। ফরাসী উইঙ্গার গত মৌসুমের (২০২৪–২৫) গোল্ডেন শু বিজয়ী। লা লিগার অভিষেক মৌসুমেই করেছিলেন ৩১ গোল।

২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্নে যোগ দেওয়া হ্যারি কেইন চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে তিনি করেছেন ৩০ গোল, সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট। অন্যদিকে ২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আর্লিং হালান্ড এই মৌসুমে ২৩ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি করেছেন ৪টি অ্যাসিস্ট।

গোল্ডেন শুর ইতিহাসেও দুজনেরই আলাদা অধ্যায় রয়েছে। ২০২২–২৩ মৌসুমে ৩৬ গোল করে ইউরোপ সেরা গোলদাতার স্বীকৃতি পেয়েছিলেন হালান্ড। পরের মৌসুমে, অর্থাৎ ২০২৩–২৪ সালে একই সংখ্যক গোল করে এই পুরস্কার নিজের করে নেন হ্যারি কেইন।