Image description

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার মাধ্যমে, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে কোনো চিহ্নিত গোষ্ঠী যদি মনে করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। কোনো ষড়যন্ত্র করে দেশের গণতন্ত্রে উত্তরণ ঠেকানো যাবে না।”

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এ উপলক্ষে বিএনপি কর্মসূচি হাতে নিয়েছে। সেদিন পুরো ঢাকা শহর লাখ লাখ মানুষের উপস্থিতিতে ভরে উঠবে। গত ৫৫ বছরের ইতিহাসে যেটা হয়নি ও আগামীতেও যেটা হবে না, তেমনি এক নজিরবিন সংবর্ধনা পাবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর মাধ্যমে দেশবাসীকে আমরা মেসেজ দিতে চায়, বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারীর ঠাঁই হবে না।”

শরিকদের আসন বণ্টনের ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ২/১দিনের মধ্যে আপনারা জানতে পারবেন।”

শীর্ষনিউজ