জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
রোবাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আদালত। এদিন সকালে কারগার থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় । পরে আইসিটি মিস কেস ৩২০০/২৫ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। মামলায় প্রকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।