বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন চায় না, হাদিকে গুলির ঘটনা তারাই ঘটিয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তাকে নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নভেম্বর মাসে বিএনপি নেতার ওপর হামলার বিচার হলে হয়তো এ ঘটনা ঘটতো না।