সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি'র বোন তাঁর ভাইয়ের ওপর হামলার ঘটনার পর চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, হাদির ভারতবিরোধী ও বাংলাদেশপন্থী লেখালেখিই তাঁকে হত্যার টার্গেটে পরিণত করেছে।
উদ্বিগ্ন অবস্থায় ওসমান হাদির বোন সাংবাদিকদের কাছে তাঁর ভাইয়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার ভাই ভারতবিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থী লেখা লেখে। সে বাংলাদেশকে খুব ভালোবাসে। আমি ওকে (হাদি) আর বাংলাদেশে রাখব না, দেশের বাহিরে পাঠিয়ে দিব। ভারতের 'র' আছে, আওয়ামী লীগ আছে—তাকে বাঁচতে দেবে না।
তাঁর এই বক্তব্য ইঙ্গিত করে যে, শরিফ ওসমান বিন হাদির ওপর এই হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাঁর রাজনৈতিক অবস্থান এবং ভারতবিরোধী লেখালেখির ফল। তিনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর ভাইয়ের জীবনের হুমকির আশঙ্কা প্রকাশ করেন এবং নিরাপত্তার স্বার্থে দ্রুত তাঁকে দেশত্যাগ করানোর সিদ্ধান্তের কথা জানান।