Image description

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠাতা ওসমান হাদীর ওপর হামলার বিষয়ে বলতে গিয়ে দুটি দাবি করেছেন যা, ফেসবুকে ছড়ানো দুটি ভুয়া খবরের সাথে মিলে যায়।

 

রিজভী দাবি করেছেন, ”ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি জামাত শিবিরের সাথে জড়িত।”

 

তিনি আরও বলেছেন, “ডাকসু ভিপি সাদিক কায়েমের সাথে গুলিবর্ষণকারী ব্যক্তি চা খাচ্ছে।”

 

প্রথমত, গতকাল রাত থেকে ফেসবুকে আরটিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয় যেখানে শিরোনাম ছিল, “ওসমান হাদির উপরে গুলিবর্ষণকারী জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত : ডিএমপি কমিশনার”।

 

প্রকৃতপক্ষে আরটিভি এমন শিরোনামে কোন খবর প্রকাশ করেনি।

 

দ্বিতীয়ত, ফেসবুকে আরেকটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ডাকসু ভিপি সাদিক কায়েম হাদীর ওপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সাথে কফি/চা খাচ্ছেন একটি রেস্টুরেন্টে বসে।

 

প্রকৃতপক্ষে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সৃষ্ট।