ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভব্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন ডাকসুর মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এক এক ফোঁটা রক্তের বদলা নিবো। আমি ওসমান হাদী নই যে ভালোবাসা দিয়ে সব জয় করার জন্য ‘ময়লা পানি আরো মারেন’ বলব। ভাইয়ের রক্তের উপর দাঁড়াইয়া সুশীলতা করবো—এটা হবে না। আমার ভাইয়ের জীবন–মৃত্যুর লড়াই নিয়ে কে কে নোংরামি করতেছে সব আমি দেইখা রাখতেছি।”
তার এই পোস্ট দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
এরআগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কে বা কারা গুলি ছুঁড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সন্ধ্যা সাড়ে ৬টার পর দিকে ঢাকা মেডিকেলে ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়। শরীরিক অবস্থা স্থিতিশীল হলে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য হাদিকে সন্ধ্যা ৭টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাকে দেখতে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।
এদিকে গুরুতর এই হামলার দ্রুত তদন্ত ও দায়ীদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন ছাত্র–রাজনীতিসহ বিভিন্ন মহল।