রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই-বোন ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাসপাতালে এই সাক্ষাতে জোবায়দা রহমান হাদির স্বজনদের সহমর্মিতা জানান এবং সহযোগিতার কথা প্রকাশ করেন।
এ সময় জোবায়দা রহমান বলেন, ইনশাল্লাহ, আমরা অনেক দোয়া করছি। তিনি সুস্থভাবে আমাদের কাছে ফিরবেন।
সাক্ষাৎকালে ডা. আমানউল্লাহ ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।