ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় ঢাকা কলেজ কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, ‘ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকারী ও তাদের মদদদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকার ও আইশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দেওয়া হলো।’
তিনি আরও বলেন, ‘আজ ওসমান হাদি ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাই পতিত ফ্যাসিস্ট ও ভারতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। কাঁধে কাঁধে মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণ সকল দল মত একসঙ্গে কাজ করতে হবে।’
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় বক্স কালবার্ট রোডে নির্বাচনি গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। পরে তাৎক্ষণিক রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রেখে প্রাথমিক আস্ত্রপাচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।